জনক-জননীর মুখে শুনেছি আমি জন্মেই
মানুষই শ্রেষ্ঠ গ্রন্থ
জনতার মাঝে ডাকে পান্থ
নিজেকেও শ্রেষ্ঠের একজন তাই মানি অজান্তেই।
আমি কি তা হলে এদের সূর্য প্রতীম বন্ধু
চৈতালী জোছনার বাতাসে
অলৌকিক মুক্তির আভাসে
পারবে কি ঝরাতে শুকনো ফুলদলে শিশিরের বিন্দু?
আমি কি তা হলে যুগল বন্দী মানুষের মাহেন্দ্রক্ষণ-
জীবনের সব পত্র-পল্লব
সাজাবো কাব্যিক যত সম্ভব
দেখাবো কি পথকলি ও রাজারানীর মাঝে আলিঙ্গন?
আমি কি তা হলে দুঃখনাশী ও ব্যাধিগ্রাসী এক প্রাণ-
অমৃতের ধারা ঢেলে ঢেলে
নির্বিষ এক চাদর মেলে
নন্দন রুচিতে আনন্দ ভূমির দিয়ে কি যাবো সন্ধান?