প্রতিদিন এসো মোর অঙ্গনে
দিও ভালবাসা,
অধম জীবনে আমি যে বিফল
নেই কোন আশা!০১
বড় সাধ করে পৃথিবীতে এসে
পেলাম যাতনা,
তুমি দয়া করে পাশে এসে বসো
পুরাও কামনা!০২
দিনে দিনে জীবনে বয়স বাড়ে
আয়ূ কমে আসে,
ফেলে আসা দিনগুলো পিছু পিছু
আঁখি জলে ভাসে!০৩
আজো তোমায় পাইনি ভালবেসে
কে বোঝে সে ব্যথা?
বেদনা-সাগরে একা ভাসি আমি
মিছেই অযথা!০৪
যদি মনে চায় এদিকে তাকাও
হাসাও ক্ষণিক,
ভুল পথে হেঁটে একা বসে কাঁদি
অন্ধ পথিক!০৫