বেরিয়ে এসো প্রসবের উন্মাদনায়
প্রতিটি হৃদয় খুলে
কালরাত নির্মূলে
নব-জাগরণ ঘটুক এ বসুন্ধরায়।
প্রায় নিষ্ফলা সবুজ সুফলা মাঠ
অশ্রু বিগলিত ঝরে
নীল যমুনা যায় ভ’রে
স্বত:প্রোনদনা ঢেকে দেয় বন্ধাত্বের বিভ্রাট!
শিল্পী হাত নগন্য কত গড়বে আর
বিধ্বস্ত লোকালয়
অকাল ঢাকছে সকাল চিন্ময়
ঐশীবাণীর নির্বাসনে শোনা যায় চিৎকার!
দুর্ভিক্ষের এ্যাম্বুলেন্স পিষছে সৃষ্টির উত্তেজনা
অপারেশন টেবিলে
কবিকথা যেন নির্বাক মিছিলে
ধর্ষক ছোবলে নন্দিতার চলছে দুর্বহ বিড়ম্বনা।