জল এবং আগুন জীবনকে বাঁচায়
জীবনকে এরা মারতেও পারে জানি
বায়ূ ছাড়া জীবন বাঁচে না সত্য
আবার ঐ বায়ূই মৃত্যু ঘটায় আঘাত হানি,
জলবতী মেঘের বিদ্যুৎ জীবন গ্রাসে দুর্দম-
সত্য যে নির্মম!
লোভ ও যৌনক্ষুধা সব প্রাণীর ভেতরেই থাকে
নারী ও কড়ি এ বিশ্ব জগৎ চালায়
এরা আবার ঘটায়ও সমস্ত পাপ-অপরাধ
এরাই কিন্তু মহাশুন্যে দুর্গও গড়ায়,
সভ্য সমাজে বড় প্রয়োজন মানবিক সংযম-
সত্য যে নির্মম!
মানুষের কল্যানের জন্যই আইন সৃষ্টি
আইনের জন্য কিন্তু মানুষ সৃষ্ট নয়
সেই আইনও কখনো মৃত্যু ঘটাতে পারে
আইনের প্রহসনে নির্দোষেরও নামে বিপর্যয়,
আইনের জোরে বিড়াল গাভীকেও গিলতে সক্ষম-
সত্য যে নির্মম!
বিপদ-ব্যাধি-বঞ্চনা এড়িয়ে চলে মানুষ
তবুও এগুলো মানুষকে উন্মাদ করে
সত্যের পথে চলে যারা বিষয়বুদ্ধিহীন
তাদেরও শোষণ করে সমাজ তৃপ্ত অন্তরে,
আপনজনও পর হয়ে কাঁদায় যে বিষম-
সত্য যে নির্মম!
বিশ্বাসঘাতককে বিশ্বাস করলে ঠকতে হয়
আবার মানুষকে অবিশ্বাস করাও কখনো ভুল
এই মানুষই জগতে জীবশ্রেষ্ঠ আখ্যা পায়
আবার এই মানুষই কিন্তু সভ্যতা ধ্বংসের মূল,
মানবপ্রেম ছাড়া আসে না বিশ্বশান্তি অনুপম-
সত্য যে নির্মম!
মানুষ পৃথিবীতে আসে নোটিশ দিয়ে
কিন্তু তাকে চলে যেতে হয় বিনা নোটিশেই
মৃত্যুর সত্যের কাছে সমস্ত সত্য হার মানে
সব ফেলে উঠতে হয় ইঞ্জিন ছাড়া গাড়ীতেই,
আসা-যাওয়ার একার সাথে থাকে না প্রিয়তম-
সত্য যে নির্মম!