প্রতি রাতে তুমি এসো মোর কাছে
ওগো প্রিয়তমা,
জেনে যেও সব মনের গহীনে
কত ব্যথা জমা!০১
মনটা না বুঝে বহু দুরে আছো
কতই অচিন,
ভুল বোঝ যদি মনে মনে ব্যথা
পাবে একদিন!০২
ভালবাসা নয়তো তামাসা-থাকে
হৃদয়ে হৃদয়ে,
পৃথক দেহেও এক আছি মোরা
শেষ পরিচয়ে!০৩
আজো ফোটে ফুল, পাখী গান গায়
বহেও বাতাস,
নদীরা সাগরে ছোটে দিশেহারা
দোলে কচি ঘাস!০৪
আকাশের চাঁদ বলে দু’টি প্রাণঃ
এক সাথে বাঁধা,
বিরহ-কাতর হয়েও শ্যামকে
ভালবাসে রাধা!০৫