সর্পদৃষ্টি অগ্নিবৃষ্টি
ঝরছে চক্ষু থেকে,
করছে সৃষ্টি এমনি কৃষ্টি
অনেক সভ্যলোকে!
ভ্রান্ত সুমন হচ্ছে কুজন
স্বচ্ছ সকাল বেলা,
ক্লান্ত সুজন ক্ষুব্ধ এখন
পাচ্ছে অবহেলা!
ঝরছে অনল করছে দখল
শিউলি তলার ঘাস,
অশ্রু সজল ভাবছে উতল
সিগ্ধ মধুমাস!
ক্ষুব্ধ মানব সাজছে দানব
বিবেক চেতনাহীন,
নেই অনুভব কাকলী সরব
হারাচ্ছে সঙ্গীন!