দিনান্তের পাখীর গান
ঝরাফুলে কাঁদে ম্রিয়মান
শঙ্কিত শ্রাবণীর প্রিয়তম
ফিরবে না আর বার্তাটি নির্মম
মরণ ছোবল হানে কোমল হিয়ায়-
সন্ধ্যা বিদায়!০১
কালের কন্টকিত পথে চলি
প্রতি পদে দেখি রক্তের হোলি
মানব-প্রেমিক মুক্ত প্রাণে
শেলাঘাত জোটে আত্মদানে
খচিত নক্ষত্র তাই দিগন্তে মিলায়-
সন্ধ্যা বিদায়!০২
শ্রেষ্ঠ মানুষের নিকৃষ্ট কাজ
সমূদ্রের অতলে ডুবায় সমাজ
বন্য পরিচয়ে আর কতদিন
মানুষ বাঁচবে হিংস্র সমীচিন
সবার দ্বারে তাই মানবতা ভিক্ষা চায়-
সন্ধ্যা বিদায়!০৩
সে কালের নজরুল দ্রোহী কবি
আর কবি ঋষি সকলের রবি
মানুষে মানুষে ঘৃণা ব্যবধান
রক্তাক্ত করেছে যাদের মুক্ত প্রাণ
নিজেকে ভুলে কেঁদেছে তারা মানবিক চেতনায়-
সন্ধ্যা বিদায়!০৪
আমি কিষাণ-কিষাণির সন্তান
অনুক্ষণ রক্তে বহে দুঃখ বেগবান
সুকান্তের সেই ঝলসানো রুটি খেয়ে
ফুটো চাল দিয়েই জোছনা দেখি চেয়ে
আজ জীবনানন্দের শান্তি খুঁজি সেন বনলতায়-
সন্ধ্যা বিদায়!০৫