সাম্যের গান গেয়েছেন নজরুল
আমরা ক’জন বুঝি সেই গান?
সুকান্ত সরাতে চেয়েছেন সমাজের জঞ্জাল
আমরা করেছি কি সে জঞ্জালের সন্ধান??০১
রবিঠাকুর গেয়েছেন: দুর্ভাগা দেশ
যেখানে মানবতা সতত অপমানিত,
যুগের কবির চোখে-রক্তলিপ্ত বিশ্ব
মানবিক গুণাবলী যেখানে সমাহিত!০২
মণিবের সুখে নিয়ত আত্মদান করে
অশ্রুসজলা সরলা মেয়ে হাসি,
মানুষের জয়গানে আত্মজাগরনে গায়-
সর্বহারা পথের বাউল উদাসী!০৩
তারপরেও ভাঙ্গেনি জাগ্রত ঘুম
জেগে ওঠেনি আজো মানুষের সমাজ,
রাত্রিদিন বেড়ে চলেছেই আশ্রয়হীন
বঞ্চিতের অধিকার ঘিরে রাখছেই ধান্দাবাজ!০৪
ন্যায্য অধিকারে জোটে প্রভূর পদাঘাত-
মুখ বুজে সইতে হয় অন্যায়-অত্যাচার,
জীবশ্রেষ্ঠ মানুষ-কেনই বা অমানুষ-
কবে সবাই এক সাথে পাবে সমান অধিকার?০৫