ছোট্ট ঘরে বিশ্ব ঘুমায়
জাগাতে হয় তাকে,
ভালবাসার জোয়ার নামে
যখনি ডাকি মা’কে।
মনের জোর ও দেহের জোর
এ দু’টি একত্রে মিলে,
সরায় অনিবার পথের জঞ্জাল
সূর্য ওঠায় নীলে।
এ জীবনের শ্রেষ্ঠ সম্পদ
কৌমার্যেরই উচ্ছাস,
যা ফোটায় মরুভমিতেও ফুল
মরাগাঙে আনে জোয়ারের আশ্বাস!
সাহসটি পাঞ্জা লড়ে মৃত্যুর সাথে
তাড়ায় সমস্ত অন্ধকার,
ভয় পাওয়া কোন গুণ নয় জীবনে
যা ঢেকে রাখে আস্থাটুকু চিন্ময় আত্মার!