জগতের আনন্দ যজ্ঞে নিমন্ত্রিত ছিল
সেদিন রবীন্দ্রঠাকুর,
ধন্যও হয়েছিল তার মানবজীবন
মহানন্দে ভরপুর!০১
জীবনের সাধনায় কবিগন এলে
আরো আনন্দ স্থায়ী বেড়ে যায়,
সমস্ত নিরানন্দের আবিল যায় দুরে
রৌদ্রজ্বালা পালায় কদমের বরষায়!০২
মানুষ মাত্রেই এখানে আনন্দের সন্তান
তবু দুঃখজ্বালা তাকে ধরে নেয় ঘিরে,
প্রেমের অমিয়র রমণীয় দানে কবি-শিল্পী
আনন্দ ছড়ায় জীবনের বেদনাতীরে!০৩
পাখীর গানে চিরদিন ফুল ফোটে বনে
জাগ্রত এ সমস্ত নৈসর্গিক উপাদান,
এ জীবন অঙ্গাঙ্গি জড়িত নিসর্গের অনুসঙ্গে
জীবন ধারায় যা মিশে যায় বেগবান!০৪
ধূপের সুগন্ধ দানে নিজেদের পুড়িয়ে
আনন্দের সুগন্ধী ঢেলে যায় কবি,
কবি নজুরুল ছিল বাংলার গানের বুলবুল
সকৃতজ্ঞ স্মরণ করে তাদের আজো পৃথিবী!০৫