কন্টকিত অন্ধ পথ পেরিয়ে এসেছি রাজদরবারে
জানাতে এসেছিঃ যত রক্তাক্ত ব্যথা-
আর অব্যক্ত যুগযন্ত্রণার কথা,
জানাতে এসেছি বঞ্চনার দহন সুতীব্র চিৎকারে-
রাজপ্রাসাদের রাজদরবারে!০১
বনের পশু-পাখীও যেন বন্দি কারাগারে
ক্ষুধার মানচিত্রে শুন্য ভান্ডার
অন্ধ লাইটপোষ্ট ঘোষে অন্ধকার
পোড়ামাটি পরাধীন বৃষ্টি চায় স্বাধীন মুষলধারে-
রাজপ্রাসাদের রাজদরবারে!০২
পোড়ো প্রাসাদের মস্ত সমস্ত বিধ্বস্ত দুয়ারে
সেদিনের ক্রীত সেবাদাসীঃ মল্লিকা মালতি-
কেবলই জানায় রাজদম্ভের পরিনতি
সাকী থেকে তারা ভাঙ্গা কুঞ্জে দোলে ক্ষুব্ধ গন্ধভারে-
রাজপ্রাসাদের রাজদরবারে!০৩
পতিতা পল্লীর নিষিদ্ধ অবরুদ্ধ অভিসারে
রক্তচক্ষু হানে মথিত কিশোরী প্রাণ
জলে স্থলে নভোমন্ডলে ওঠে রুদ্রতান
জানাতে এসেছি অশ্রুসিক্ত বিনিদ্র কথা স্ববিস্তারে-
রাজপ্রাসাদের রাজদরবারে!০৪
দলন-পীড়ণ সব ডুবে গেছে অকুল পাথারে
পেশীশক্তির যত উদ্ধত দ্বন্দ্ব
নটীর নূপুরের অনিন্দ্য ছন্দ
নিভে গেছে কালের বাতাসে ফল্গুর মত আঁধারে-
রাজপ্রাসাদের রাজদরবারে!০৫
গর্বিত প্রাসাদ মিশেছে যেন কুটিরের কাতারে
যত অমানুষ আর বিবেকবিহীন
সত্য-সুন্দরকে করেছে বিলীন
মানবিক বৃত্তি নির্বাসিত তাই হিংস্রের অত্যাচারে-
রাজপ্রাসাদের রাজদরবারে!০৬
দ্রোহী নজরুল-সুকান্ত বাংলায় আসে বারে বারে
উপেনের কথাও বলে যায় রবিঠাকুর
মানুষের বিজয় গাথায় তারা ভরপুর
আছে ও রুদ্রমিছিলে ক্ষুদ্রের প্রতিবাদ স্বোচ্চারিত ব্যানারে-
রাজপ্রাসাদের রাজদরবারে!০৭
নরকঙ্কালে আর রাজহাসি নেই রাণীর প্রেমে কি বিহারে
আছেও পরমপ্রভূ জাগ্রত মহাকাল
ইতিহাস গড়ে যায় নিত্য ধ্রুবলাল
ইতিহাস পড়ে অনেকেই ইতিহাস শেখে না গ্রন্থাগারে-
রাজপ্রাসাদের রাজদরবারে!০৮