বজ্র-বিদ্যুতের কোন পূর্বাভাষ নেই
পূর্বাভাষ থাকে না অগ্নিগিরির,
ভূমিকম্প ঘটে যায় বিনা পূর্বাভাষেই
পূর্বাভাষ থাকে না মৃত্যু-আগমনীর!
ঝড়-বৃষ্টির পূর্বাভাষও মানুষের দখলে
পূর্বেই খবর পেয়ে যায় সে জোয়ার-ভাঁটার,
জ্ঞানাতীত ভাবে পড়ে যায় সে মহামারীর কবলে
মানুষের স্থুলজ্ঞান খবর রাখে মাত্র ছোট্ট সীমানার!
কিছু অদেখাকে দেখেছে মানুষ সাধনা ক’রে
কিছু অজানাকে ও নিয়েছে জেনে গবেষণায়,
রাতের কালোতে আলো ফুটিয়ে বিমুগ্ধ অন্তরে-
সৃষ্টির আনন্দে উড়ে বেড়ায় সে মহাবিশ্বের নীলিমায়!
যদিও মানুষ অজ্ঞানকে আংশিক করেছে জয়-
গ’ড়েছে গর্বিত নগরী, বিলাস বহুল জীবন,
তথাপি কিছু অজ্ঞান আজো অবিজিত বিস্ময়-
খর্ব করে যা ক্ষণিক গর্ব, বিজ্ঞান যেখানে অজ্ঞান অশোভন!
মনুষত্বকে হত্যা করেছে মানুষ পাশবিক হিংস্রতায়
হিংসোন্মত্ত চিত্ত মানে না পরমপ্রভূর সার্বিক পরমত্ব,
অবিজিত অজ্ঞান রয়েছে বিশ্বপতির বিশ্ব খেলায়
অজ্ঞানের অন্ধকারে সতর্ক বাণী পাঠায় তাঁরই শ্রেষ্ঠত্ব!