প্রভাতী উত্তেজনায় পাখীরা আনন্দে গায়
বনের ফুল ফুটে হাসে,
সমূদ্র গর্জন জাগায় মেঘ বর্ষণ
দগ্ধ কুঞ্জ বন্যায় ভাসে!০১
প্রদীপ খানি জ্বলবেই জানি
প্রিয়ার প্রাণ স্পন্দনে,
প্রেমিক পূরুষ শ্রেষ্ঠ মানুষ
সাজবেই প্রিয়ার বন্ধনে!০২
ঝর্ণা ও নদী বহে নিরবধি-
ছোটে জীবনের ধারা,
মলয় বাতাস মোছে হাহুতাশ
নক্ষত্র হাসিতে হারা!০৩
জীবনটা বহমান জ্ঞানীরা ভাগ্যবান
মরণে জীবন পায় দামী,
সবুজ কচি ঘাসে প্রজাপতিও হাসে
মাটিতে স্বর্গ আসে নামি!০৪
খোলা জানালায় বিশ্ব তাকায়
বিন্দুতে ঘুমায় সিন্ধু,
প্রভূর আশিসে ধানেরই র্শীষে
হাসেও শিশির বিন্দু!০৫