আমার ঘরে মধুর স্বরে
গানগুলো শুনি তোমার,
বসে নির্জনে দেখি দুরবনে
আকাশ মিশে একাকার!০১
মনের গভীরে জাগে ধীরে ধীরে
তোমার মধুর মুরতি,
দু’চোখের জলে নানা ফুল-ফলে
জানাই চরণে মিনতি!০২
কত সাধনায় কৃপা করো হায়
তুমি অভাগীর ধন,
তুমি চিরদিন বাঁচাও স্বাধীন
ছড়াও মাণিক-রতন!০৩
মহিমা তোমার দেখি চারিধার
জোছনায় শ্রাবণী হাসে,
থেকো তুমি কাছে অশ্রু নিও মুছে
চাই চির মধুমাসে!০৪
তোমার কৃপাখানি বিলাবোই জানি
বিশ্বের ঘরে ঘরে,
হে পরম প্রভূ ভুলোনা তুমি কভূ
চিরকাল থেকো অন্তরে!০৫