কাকটি এসে কা-কা করে খোলা জানালায়
নীরবে বসে নিবিষ্টে শুনি ভোরের হাওয়ায়।০১

খোঁপা খোলা নন্দিতার এলামেলো চুল
স্বপ্নের চোখে ঘনিষ্ঠ ডাকে গানের বুলবুল।০২

এখনো আছে ঘুমের ঘোরে পাড়ার দুরন্ত ছেলে
হয়তো বাবা হবার স্বপ্ন দেখছে বাঁধা-বিপদ ঠেলে।০৩

জনহিতে প্রার্থণারত কাঁদছে সহজ-সরলা বধু
ফুলে ফুলে ঘুরে মৌমাছি যোগায় বহুকাঙ্খিত মধু।০৪

স্নেহ-পরশ চায় নন্দিনীর শিশির ভেজা শিউলি গুলো
বাঁশীর সুরে রাখাল ছুটেছে মাঠে উড়িয়ে রাঙা ধুলো। ০৫

ব্যস্ত গৃহিনী ত্রস্ত এসে গাভীটি করছে দোহন
পাশেই বইছে উর্মিল নদী মানেনা নিষেধ বারণ। ০৬

দিঘীর জলে হাঁসগুলো খেলে পাশেই শাপলা হাসে
মৃতপ্রায় ছেলে কোলে নিয়ে জননী চোখের জলে ভাসে। ০৭

মায়া-মমতায় প্রভাতী উত্তেজনায় পূবাকাশ হয়েছে লাল
শাখে শাখে পাখী ডাকে দুলছে বাতাসে ফলগুলো সুরসাল।০৮

লতাগুল্মে ঢাকা সুন্দরী নিসর্গ মা-বোনের মতই স্নেহময়ী
কতজন এখানে হেরে গেছে জীবনে কতজন হয়েছে বিজয়ী।০৯

উদীয়মান লাল সূর্যটা মায়া ও আঁধারে ডুবে যাবে সন্ধ্যায়
রাতে ফুটে যে রাতেই ঝরে গেল, কেউ খোঁজে না তাকে রজনীগন্ধায়।১০