সবুজ ফসলে হাসা স্বর্ণালী শীষ
দোদুল দোলায় ঝরায় আলিস
বলে: ভালবাসি
কিষাণির হাসি
আনন্দ রাশি
বেড়ায় উঠোনে-
বসন্ত কি জাগ্রত বিরহী-গৃহকোণে?০১
বিবর্ণ বৈভবে বিধবা পৃথিবী
ফাগুন-আনন্দে চায় চিরজীবি
সতেজ মন
বড় প্রয়োজন
ঋষির তপোবন
চোক্ষে ভাসে-
বনের কুন্তলা বেঁচে নেই কি ইতিহাসে?০২
রক্তাক্ত কাঁটা ফোটে গোলাপ-আঙিনায়
শ্রেষ্ঠের দরজায় মানবতা ভিক্ষা চায়
বলেঃ প্রেম দাও
সব কেড়ে নাও
মনুষ্যত্ব ফোটাও
কথা ও কাজে-
স্বর্গের প্রেম ঝরবে কি বিনষ্ট-সমাজে?০৩