মৌমাছি সতত সজাগ মধুবনে
কুমারী-ঠোঁটে ব্যস্ত সে মধু আহরনে
মানুষ দেখে সব
শিক্ষায় নীরব
বিস্মৃত বৈভব
প্রশ্ন জাগে-
শ্রেষ্ঠ মানুষ কই ফুলেল অনুরাগে?০১
প্রকৃতির জীবে কাঙ্খিত প্রকৃতির সাম্য
নীলিমার বিশাল বক্ষে সুনীল কাম্য
মলয় বাতাস
মোছে রুদ্রশ্বাস
মন উর্ধশ্বাস
প্রশ্নে মাতায়-
লম্পট কেন নন্দিনীর ফুলশয্যায়?০২
বিস্তৃত মাঠ দেয় ফসলের যোগান
অঘ্রানের সুঘ্রানে মাতে বিশ্বপ্রাণ
কাঁদায় মনুষ্যত্বহীন
নবীন থেকে প্রবীন
হিংস্রতায় প্রায়ই বিলীন
প্রশ্নবিদ্ধ আমি-
সকালে অকাল ব্যর্থ হবো কি অস্তগামী?০৩