প্রজাপতি তুই স্বপ্নের কথা বল-
মেঘের দেশে রঙধনু হাসে
সূর্যের জ্যোতি খেলে কচি ঘাসে
পাথর চিরে ঝর্ণা ঝরে চিরকাল অনর্গল,
কুমারীর স্বপ্ন পৃথিবীর রত্ন
তাই স্বপ্নের সমান মানুষ ফুটুক বাস্তবে শতদল-
প্রজাপতি তুই স্বপ্নের কথা বল ! ০১
বাস্তবায়িত স্বপ্নে মোছে ব্যথার অশ্রুজল -
বীজের গভীরে অজস্র ফসল থাকে
শোষণ- বঞ্চনায়ও গাছে ফল পাকে
বৃষ্টি তুঙ্গে আকাশ ভেঙ্গে ভাসায় ধরনীতল,
পতিতার দৃষ্টি করে কত সৃষ্টি
স্বপ্ন ফলিয়ে তাই হয় বিশ্বজয়ী কত শত দুর্বল-
প্রজাপতি তুই স্বপ্নের কথা বল ! ০২
পাশবিক গতিতে অনেকেই হিংস্র কিবা খল-
মনুষ্যত্ব ফেলে তারা আজ বন্য
তবুও মানব-মানবী কিছু আছে অনন্য
প্রেমের নামে নগ্ন যৌনতায় জীবন কারো নিঃস্ফল,
মানবতা বিকিয়ে যাচ্ছেই তলিয়ে
জীবশ্রেষ্ঠের উন্নত শির বিশ্বের গর্বিত সম্বল-
প্রজাপতি তুই স্বপ্নের কথা বল !০৩
তাই সত্য-সুন্দরে সাজিয়ে তোল ভ্রষ্ট অন্তঃস্থল-
বিশ্বপ্রভূর মহত্বে মোছ অমানবিকতা
প্রাণে প্রাণে ঢালো অমিয় বারতা
যাতে, যুদ্ধংদেহী বিশ্বে নেভে আত্মঘাতীর দাবানল,
প্রসূতির দু'চোখে মৃত্যু যায় ঢেকে
আর, যুগের রক্ত-অশ্রুতে ফোটে প্রজন্ম সাবলীল সুশৃঙ্খল-
প্রজাপতি তুই স্বপ্নের কথা বল !০৪