প্রেম-ভালবাসা
রসময়ী নায়িকার মতই কোমলাঙ্গী
ফুলের বনে মৌগুঞ্জনে কান্নাহাসা
মালাচন্দনে মৈত্রীবন্ধনে নিত্যসঙ্গী!০১
প্রেম-ভালবাসা
বান্ধবীর গলায় দোলায় বন্ধুর হার
ভ্রষ্ট মানুষ যা নিয়ে করে তামাসা
সন্ধ্যে আঁধারে নিভু নিভু দীপাধার!০২
প্রেম-ভালবাসা
কখনো কামুকের যৌন-মিলনের সেতু
কখনো মৈত্রীবাণীর বিমুগ্ধ ভাষা
কখনো মুমুর্ষুর বাঁচবার একমাত্র হেতু!০৩
প্রেম-ভালবাসা
গড়ে তোলে অত্যাশ্চর্য তাজমহল
দোয়েলের ঠোঁটে শাপলার প্রত্যাশা
ঘাসের শিশিরে সূর্যের হাসি টলোমল!০৪
প্রেম-ভালবাসা
পাখীর নীলাভ চোখে ভোরের আলো
বিরহিনীর মনে মিলনের আশা
ঘোমটার আড়ালে বধুর দৃষ্টি ভালো!০৫