স্বাধীন সঙ্গীতে ধ্বনিত বীরাঙ্গনার আত্মদান
ধন্য মাটি আর মানুষ করেও যারা সূর্যস্নান
জয় করেছে ঘৃণা
বাজায় রুদ্র বীণা
সর্বাঙ্গে ক্ষীণা
তবু উঁচু মাথা-
ইতিহাস মেয়ে মুখরা গায় তার বিজয় গাথা!০১
অসতী মেয়ের সতীত্বের জোরে
পঙ্গুও কিন্তু গিরি লঙ্ঘন করে
অসতীর সতীত্ব
বিপন্নের কৃতিত্ব
ঘুচায় পঙ্গুত্ব
অক্ষমকে সক্ষম-
করে অনাবিল সৃষ্টিশীল যত পারঙ্গম!০২
ধর্ষিতা নারীর কৃতিত্ব ও কম নয়
সভ্য নারীর পাশেই সে বাঁচে কর্মময়
বুকে বজ্রের জ্বালা
তবু জোছনা ঢালা
কাজে দিল খোলা
জীবন পণ-
ক্ষণিক জীবন চিরঞ্জীবে করে আয়োজন!০৩