জটিল সংসারের কুটিল পথে
অর্থ-বিত্ত দরকারী
লবনবিহীন মুখে রুচে না
সুন্দর তরকারী,
নারীবিহীন গ’ড়ে ওঠে না কোনই সংসার-
অর্থ বিহীন কখনো নেই আর্ত-চিৎকার!০১
ফুলে ফুলে মৌমাছি
মধুর লোভে ঘোরে
ঘরের বধু বুকের মধু
বিলায়ও সংসারে,
সেবাদাসী সেবায় ব্যস্ত থাকেই উপোসী-
স্বজন-সুখে কত মানুষ হয় ও পরবাসী!০২
মাতাপিতা জীবন দেয়
সন্তানেরই সুখে
ঐ সুখেই ঝরে মাথার ঘাম
আশাও জাগায় বুকে,
পরিবারে সন্তানের সুখ তরকারীতে নুন-
প্রিয়ায় সুখে প্রিয়তমে খাটে চতুর্গুণ!০৩
অর্থ বিত্ত সহায় সম্পদ
সবাই চায় মনে-প্রাণে
অর্থবিহীন জীবন অধীন
জীবন-সংবিধানে,
জীবনে-মরণে কিন্তু এই অর্থই বড় বন্ধু-
অর্থবিহীন অকুলে ডুবায় শোক-দুখের সিন্ধু!০৪