মায়ের কোলে বসে শিশু
বাঁচার চিৎকারেঃ
এক হাতে ধরে মায়ের স্তন
আর হাতে টাকা নাড়ে,
অর্থের মহিমা বুঝতে পারে কোলের অবোধ শিশু-
মনের কথাটিও জেনে নেয় বনের হিংস্র পশু!০১

ক্লিনিক গুলোর লেবার রুম
অর্থের চাবিতে খোলে
নইলে প্রসূতির উন্মুক্ত প্রসব
দ্বিধা-দ্বন্দ্বে ঝোলে,
টাকায় চলে চিকিৎসার গাড়ী সভ্য এ সমাজে-
“অর্থই অনর্থের মূল”- মর্মে মর্মে বাজে!০২

ভালবাসতেও আজ সংসারে
অর্থই-প্রয়োজন
অর্থ বিহীন প্রেমিকার মুখে
ফোটে না সম্ভাষণ,
অর্থের জোরেই জীবন চলে সকলের তা জানা-
বিয়ের বাসরও বন্ধ রাখে অর্থেরই বাহানা!০৩

বন্ধু-পরিজন অর্থবিহীন
পর হয়ে যায় ধীরে
অর্থের জোরেই অর্ধমৃত
জীবনটা পায় ফিরে,
কবিকথায় অসম্পূর্ণ এই অর্থের মহিমা-
যন্ত্রসভ্য ভদ্রসমাজে নেই যার পরিসীমা!০৪