জীবন নামের নাট্যমঞ্চে
কতই দৃশ্য ফোটে,
কেউ এখানে খায় রাজভোগ
কারো ভিক্ষা জোটে!০১
বাঁচতে হলে শক্তি চাই
চাই স্বাস্থ্য ও আয়ূ,
চাই পুকুর সহ বাগান-বাড়ী
সূস্থ্য-সুন্দর বায়ূ!০২
জীবন যুদ্ধে লড়তে হলে
চাই বিক্রম-সামর্থ,
ছেঁড়া কাঁথায় স্বপ্ন ভাসে:
চাই অঢেল অর্থ!০৩
মধুর লোভে মৌমাছিরা
উড়ে জোরে-সোরে,
অর্থের লোভে অর্থ পিশাচ
লোলুপ চোখে ঘোরে!০৪
অর্থ থাকলেই সবাই আসে
অর্থশালীর কাছে,
স্বার্থ ফুরালেই সবাই উধাও
তাকায় না আর পাছে!০৫
স্বার্থ-অর্থ উল্লেখ্য দিক
জীবনের সম্বল,
অর্থবিহীন প্রিয়াও বিমুখ
স্বার্থহীন জীবনটাই অচল!০৬