রবিঠাকুরের কবিতায় ব্যক্ত-
“বিচারের বাণী” আজো নীরবে নিভৃতে কাঁদে,
গোপন বিদ্রোহে গর্জে ওঠে পদদলিত রক্ত
জোছনা-প্রত্যাশী অন্ধসত্বা কামড়ে ধরে পূর্ণিমা-চাঁদে!০১
শ্যামল-সবুজ জনপদ বিদীর্ণ করি-
“দুঃখের রক্ত শিখা” আজো যাচ্ছেই জ্ব’লে,
ব্যর্থতার অন্ধকারে পথ হাতরায় আজো জাগরী
তাই আজই নিভুক প্রলয় বহ্নি রূদ্রের পতাকা তলে!০২
কোবিদ প্রাণের ভাগ্যে আজো জোটে
সুকান্ত-কাব্যের সেই “শুধুই পদাঘাত”,
আজো ভিক্ষার চাল ঢোকে দস্যু কাকের ঠোঁটে
আজো “দুর্জয় ঘাঁটিতে” হাসে নি তাই স্বাধীন-প্রভাত!০৩
ছিন্নমূল মানুষের চির ক্ষুধার্ত পেটে
আজো জ্বলে নজরুলের সেই “মৃত্যুক্ষুধা”,
আজো ডাষ্টবিনে নিক্ষিপ্ত উচ্ছিষ্ট ওরা খায় চেটে
আজো দেবদেবীর মুখেই ওঠে মন্থিত সমূদ্র-সুধা!০৪
আজো গ্রীন হাউসে নারী মাংস বিকোয় দিবস-রাতি
আজো রুদ্রবাণী কাঁদে জানি ভ্রষ্টের আঙিনায়,
আজো দূর্বলের বুকে তেমনি পড়ে সবলের লাথি
আজো গর্ভে সন্তান নিয়ে ভিখারী স্বামী খুঁজে বেড়ায়! ০৫