গরু ঘাস খেয়ে দুধ দেয়
সাপ দুধ খেয়ে বিষ ঢালে,
স্নেহাদর পেয়ে মানুষ আঘাতের সুযোগ নেয়
রাতের রাণী দিনের সাধিকা বিশ্বের নটশালে!০১
সাপের বিষ থাকে দাঁতে
অন্তরে থাকে মানুষের বিষ
সন্ধ্যায় ফোটা ফুল ঝরে প্রভাতে
কুমারী-মা সতীত্বের দাবীতে করে না নালিশ!০২
পরিশ্রম যদি হোত সাফল্যের চাবি
তা হলে সিংহ নয়-গাধাই হোত বনের রাজা,
আঠারো ঘন্টা ঘুমিয়ে সিংহের কন্ঠে রাজার দাবী
আঠারো ঘন্টা শ্রমে গাধা পায় নির্বোধের সাজা!০৩
প্রয়োজন-অপ্রয়োজনে মানুষ মিথ্যা খোঁজে
মিথ্যাবাদীর উঠোনে তাই-সত্য করুণাপ্রার্থী,
সত্যনিষ্ঠ মহাত্মাকে এ বিশ্বই ভুল বোঝে
মানুষ শোনেওনা শোষিত-বঞ্চিতের সকরুণ আর্তি।০৪
সুন্দর শোভায় সহাস্যে দোলে মালঞ্চের ফুল
সবাই দেখলেও ভালবাসে শুধু সৌন্দর্যের পুজারী,
টাকা দিয়ে মিথ্যাকে কিনতে মানুষ ব্যাকুল
সত্য ও সুন্দর তাই মিথ্যার দুয়ারে কান্নার্ত ভিখারী!০৫