অন্যায় করে যদি শাস্তির পরিবর্তে
প্রশংসা ও পুরস্কার জোটে-
তবে মানুষ করবেই অন্যায় বিনা শর্তে
ছড়াবেও মাড়ক বিষ কেউটের ঠোঁটে!০১
এক কথার গভীরে সকল প্রশ্ন ঘুমায়
উত্তর পাওয়া সুকঠিন হিংসোন্মত্ত বিশ্বে,
সঞ্চিত জঞ্জাল আরো আবর্জনা বাড়ায়
শ্বেত কপোতে শান্তি সন্ধানী অশান্ত নিঃস্বে!০২
চেতনা থেকে জাগরণ ঘটে
সেই চেতনা যদি হয় কদর্যে বিজড়িত-
তবে মনের স্বাভাবিক বিকাশ পড়ে সংকটে
পাপাচারও তখন কর্মকান্ডে হয় প্রকটিত!০৩
সজীব শাখে যদি হয় মড়কের উদ্ভাস
শাখাটিকে কেটে দেয় বাগানের মালিনী,
কুপ্রবৃত্তির বিনাশে ঘটে মানবিক বিকাশ
শক্ত-শাসনে সতত দমিত পাপান্ধ কাহিনী!০৪
প্রতিকার না করে যদি হয় অশুভের লালন
তবে বিষাক্ত হবেই সমাজের অঙ্গ-প্রত্যঙ্গ,
দুর্বার গতিতে তা রোধে চিত্তের জাগরণ
হরিণের রক্তে অবিভক্ত বেড়ায় বাঘের প্রসঙ্গ!০৫