লালন বাউল বাংলার ধন
গেয়েছে বিশ্বে মরমী গান,
মনের মানুষ মানিক-রতন
মনেই থাকে ভালবাসার দান!০১

দেহের ভান্ডে ব্রক্ষ্মান্ড ঘুমায়
তাকে চিনতে হবেই নিজে নিজে,
অচিন পাখী দেহেই বেড়ায়
মহীরূহ ঘুমায় ছোট্ট বীজে!০২

পারের ঘাটে চাই যে কড়ি
নইলে যে হতেই হবে অপার,
সে ঘাটে নেই কোন দরাদরি
দয়াময় নিজেই যে তার কর্ণধার!০৩

তাকে পেতে চাই সহজ সাধন
সে-ইতো সবার অমূল্য নিধি,
সাধনহীন দেখে কাঁদে  লালন
মুক্ত দিলে চায় তা বিধির বিধি!০৪

দেহের ঘরে বসত করে
জীবনের আরাধ্য প্রভূ,
তাকে না চিনে সুদূরে ঘুরে
সন্ধান তার আমি পাবো কি কভূ?০৫

ভাবের গান মেলে ভাব জগতে
লালন গেয়েছে তা বাউল সুরে সুরে,
সাধুসঙ্গ নিয়ে যায় ভক্তি পথে
ভক্তির ধন থাকে মুক্ত সবার অন্তঃপুরে!০৬