খচিত নক্ষত্র সুদুর নীলাকাশে-
সমূদ্রের প্রতিবিম্বে তারা স্রষ্টার মুখে হাসে!০১
সহাস্যে দোলা কুঞ্জের ফুল-
পরমের মহিমা প্রকাশে ঝর্ণার ছন্দে ব্যাকুল!০২
ফলগুলো গাছে দোদুল রসাল-
তাঁরই সুধারসে রসায়িত, উজ্জীবিত বিশাল!০৩
উর্মিল নদীর বহতা ধারা-
তাঁরই অমৃত বিলায় জনে জনে দিশেহারা!০৪
মহাতানে ধ্বনিত সাগর গর্জন-
মরুর ব্যাপ্তিতে শোনায় সেই বিরাটের দর্শন!০৫
স্বেচ্ছায় সঙ্গীত পাখীদের গান-
বনানীর বুকে জাগায় চির শ্যামলের আহ্বান!০৬
চন্দ্র-সূর্যের আলোরাশি-
হিমেল অন্ধকারে ফোটায় জীবনের যত হাসি!০৭
চির প্রশান্ত নিসর্গ কুমারী-
মহান সে শক্তির ইচ্ছায় সতত সুধা সঞ্চারী!০৮
কবিরা প্রেমিকার মুখে ফোটে-
কবিপ্রিয়ার ঐশ্বর্য বিশ্বপতির ইচ্ছাতেই জোটে!০৯
সামান্য কিছু লিখলাম তাঁরই কথা-
সবাই শুনুক অমিয় বাণী-মুছে নেবে যা মৃত্যু-ব্যথা!১০
অক্ষম আমি লিখে যাই তবু-
অভাজনে তুমিই বাণী ফুটিয়েছে-তুমিই ভালবেসো প্রভূ!১১