বেদনা-নীল চেতনার গভীরে ভাষা থাকে স্তব্ধ
যুগের যন্ত্রণা-ক্লিষ্ট তাপবহ্নি অন্তরে জ্বলে,
অসীম বিদ্রোহের অগ্নিবর্ষী বিক্ষুব্ধ-
সত্ত্বাগুলো ফে’টে পড়ে রক্তের মিছিলে।
মুক্তির বাণী ওঠে শ্রেষ্ঠতম-
ওগো বিধি প্রিয়তম!
নিরন্ন প্রাণের সুরে বাজে দুর্বার আকাঙ্খা
শ্মশাণের নৈঃশব্দতা ভাঙ্গে বসন্ত বাতাস,
লাঞ্ছিত প্রাণগুলো বাজাতে চায় বিজয় ডংকা
ফুল ফোটাবার উত্তেজনায় রক্তাভ হয়েছে পূবাকাশ!
মনোবীণাটি বাগ্মীত সুন্দরতম
ওগো বিধি প্রিয়তম!
মহোত্তম সৃষ্টির সময় এসেচে আজ দুয়ার প্রান্তে
রহস্যময় নারীর ’গুন্ঠন খুলেছে আজ পৃথিবী,
অন্ধকার সুরঙ্গে জ্বলুক শিখা সবার অজান্তে
নব-সৃজনের অধীরানন্দে মিলিত হোক মানব-মানবী!
বন্ধ হোক জনপদের শোকের মাতম-
ওগো বিধি প্রিয়তম!
আজ জীবনের শুন্য পাত্রে তৃপ্তির নির্যাস করো দান-
দাও বাসন্তী যৌবনের নবায়িত নন্দিত ভালবাসা,
ফাগুণ প্রভাতে উষ্ণ সান্নিধ্যে রবে তা অম্লান
তোমার কাছে এ কুমারী সত্বার এই মাত্র প্রত্যাশা!
(তাই) রক্ত গোলাপে জানাই সুস্বাগতম-
ওগো বিধি প্রিয়তম!
****************
লক্ষ্মীপুর, রাজশাহী
১১ জুলাই, ২০০৭