সৎ ও অসৎ চেনা যায়
টাকা লেন দেনে
শক্র ও মিত্র চেনা যায়
দুঃসময়- দুর্দিনে,
আপন-পর চেনা যায় স্বার্থেরই প্রসঙ্গে-
গোপন শক্র আলোয় ফোটে দীর্ঘ আশা-ভঙ্গে!০১
সতী নারী চেনা যায়
একলা নদীর ঘাটে
খাঁটি বন্ধু চেনা যায়
সংকটে-বিভ্রাটে,
স্বার্থ ফোটে মুক্তকন্ঠে বিজ্ঞ কি জ্ঞানীর-
জীবন যখন ক্ষুবলে খায় বিপদ-মহামারীর!০২
খাদ্যে ভেজাল চেনা যায়
বিক্রেতার বিনয়ে
কপট মানুষ চেনা যায়
অতি ভদ্র পরিচয়ে,
লম্পটেরই লাম্পট্য ফোটে দুটো চোখে-
ভ্রষ্ট মেয়ের নষ্টামীও বোঝে সভ্যলোকে!০৩
পকেট মারে ভদ্রবেশে
চোখে-মুখে তা ফোটে
বিপথগামী নষ্ট মানুষ
একই কেন্দ্রে জোটে,
ঘুষখোরের মুখে থাকে উলঙ্গ নোটিশ-
সুদখোরের দিন-ডাকাতি হয়ে যায় নালিশ!০৪