হে অনন্ত অসীম অনাদি
থাক সুখ-সম্পদ ইত্যাদি
শুধু চাই-অমানুষকে মানুষ করো,
চাই জীবনের মানবিক ফুল
সমাজ গর্বিত এতেই নির্ভুল
তেমনি প্রাণীসত্বায় এ বিশ্ব ভরো!০১
অনেক মানুষ আর মানুষ নেই
আলোহীন ডোবে অন্ধকারেই
গুমরে কাঁদে তাই অবিকশিত মানবাত্মা,
লাবণ্য হারায় বিপন্ন নন্দিনী
অশান্ত শ্রাবণে কাঁদে বন্দিনী
দূর্গত বধুও চায় নবান্নের আস্থা!০২
জনারণ্যে যে শোকের মাতম
মোছ শ্রাবণীর বিষাদ বিষম
প্লাবনে ডুবাও যুগের নষ্টকাল,
দ্যাখো মালঞ্চে লুটেরা ঘোরে
মৌমাছিদল বঞ্চিত মরে
মধুহীন প্রাণে বাড়ে আপদ-জঞ্জাল!০৩
বিশ্বপতি ওহে মহিমময়
বিবেকহীনে করো চিন্ময়
প্রয়োজন আজ মনুষ্যত্বের বিকাশ,
উন্মত্ত মাতাল প্রেক্ষিতে
জাগো নব-প্রজন্ম সৃষ্টিতে
মরুতে লেখাও কালজয়ী ইতিহাস!০৪