কান্নার্ত পশু-পাখীর রাতের গান শুনি
উৎসব মুখর দিনের আলোয়,
ললিত বসন্ত বৈশাখী দাবদাহে বিলীন-
প্রসূতি মেয়ের স্বপ্নীল দৃষ্টি ছোঁয়!০১
যুগ পেরিয়ে পেরিয়ে পৃথিবী বর্ষীয়সী
যন্ত্রসভ্য বিশ্বে প্রয়োজন অনূবীণ, দূরবীণ,
যুগের যন্ত্রণাবহ্নি দেখে না কোন যন্ত্র
ফলে উস্থিত রোদন-আর্তি বাড়ায় দুর্দিন!০২
যুগের অন্ধ কি বধির যাত্রাপথে-
আমি শুনি না মহতের শাশ্বত বাণী,
সবুজে দেখি না মড়কের ভয়ংকর চিত্র
ফলে মনুষ্যত্বের অপমৃত্যুতে তা করি অসম্মানী!০৩
রবি কবি কি বিদ্রোহী কবি-
আত্মজাগরণে চেয়েছেন বিশ্বের কল্যাণ,
চেয়েছেন-প্রাকৃতিক সাম্য সবার জীবনে আসুক
মৈত্রীবন্ধনে গাঁথা হোক সমস্ত বিশ্বপ্রাণ!০৪
মনুষ্যত্বহীনতায় বিপথগামী জীবনে-
যুগের কান্না শুনি না বধির,
ভয়ানক ধ্বংস-চিত্র দেখি না অন্ধ
বুঝি ও না তাই স্রষ্টার অমিয় বাণী সুস্থির, গম্ভীর!০৫