জীবশ্রেষ্ঠ হয়েও মানুষ
কতটা যে পশু ব’নে গেছে
তা কল্পনার অতীত বিচিত্র ফানুস
বিবেক-হুঁশ হারিয়ে অনেকেই অধঃপাতে নেমেছে!০১
প্রভাতের নবারুন রাগে
শুরু হয় তার পাশবিক পথচলা,
সূর্য প্রচন্ড দীপ্যমান মধ্যাহ্ন ভাগে
সেই আলোতেই নির্ভীক চলে অন্ধকার ছলাকলা!০২
অনেক মানুষই দুটোইঃ দিবাচর ও নিশাচর
কুকুর বিড়াল গরু ভেড়া ঘোড়া
নীরিহ ও বিশ্বাসী মানুষের মনের ভেতর
কিন্তু অবিশ্বাসের কুখ্যাতিতে কুখ্যাত নিজে বিশ্বজোড়া!০৩
প্রিয়তমকে ছেড়ে মানুষ কুকুর নিয়ে ঘুমায়
কিন্তু আপন জনকেও সে বিশ্বাস করে কম,
সাপের বিষের মূল্য বেশী সোনার তুলনায়
তাই বিষাক্ত শক্তিই অপাঘাত হানে সর্বত্র দুর্দম!০৪
দুর্মূল্য হলেও সোনা আজো মেলে
কিন্তু প্রশ্নঃ সোনার মানুষ আজ কোথায়?
নষ্টকালের যাত্রাপথে মানব-প্রেমিক ভিড় ঠেলে-
প্রাণপণ মানুষ খুঁজে যায় অমানুষের নাট্যশালায়!০৫