কাগজ-ফুলের প্রেম-নিবেদন
বোঝে না বকুল,
পৃথিবীতে কত পল্লী-নগরী
কে চেনে সে ফুল?০১
শিউলি মালা কবরীতে দোলে
হাসেও কুমারী
কত ফুল ঝরে সুদূরে বিজনে
হৃদয় বিদারী!০২
কোন কোন ফুল স্রোতে ভেসে যায়
কে রাখে তা মনে?
কত যে মানুষ থাকে সুখে দুখে
একই ভবনে!০৩
অবাক ধরার অবাক অধরা
কে রাখে সে খোঁজ?
জীবন-কাহিনী ব্যথার রাগিনী
শুনি রোজ রোজ!০৪
কত কথা লিখি তবু থাকে বাঁকী
অসীম জীবন,
আঁখিজলে লিখে যায় ইতিহাস
নারীর কাঁকন!০৫