জন্ম, সৃষ্টি ও লালনে
মুখের আহার যোগানে
নারী-সমাজের কোন বিকল্প নেই,
পতন কিবা অবক্ষয়ে
জীবন-যুদ্ধে পরাজয়ে
নারীই শক্তি যোগায় সেবা কি প্রেমেই!০১
সৃষ্টির অনাদিকালে
নারীই একসাথে চলে
জীবনের তৃষ্ণায় সে যোগায় সুধা,
স্বামী ও তার সংসারে
সবই দেয় সে অকাতবে
নিজের জীবন দিতেও সে করে না দ্বিধা!০২
অথচ পাশবিক চোখে
নারীকে নগন্য দেখে
বিপন্ন করি তাকে জঘণ্য সামগ্রীতে,
অঝোরে তাই মনুষ্যত্ব
কেঁদেই বাড়ায় দূরুত্ব
বিবেকহীন মানুষ তাই বাড়ে পৃথিবীতে!০৩
বধু-ভগ্নী ও জননী
তাপবহ্নিতে শ্রাবণী
বৈশাখেও ফোটাতে পারে ফাল্গুনীগান,
অসাধ্যকে করে সে সাধন
আজন্ম চলে আত্মনিবেদন
বিশ্বে তারা বিধাতারই দান সুমহান!০৪