হে আবাল-বৃদ্ধ-বণিতা এই বাংলার:
প্রতিজনে আমি বিনম্র শ্রদ্ধা জানাই
নজরুলের স্মৃতি আমার বিরহী নায়িকার
নতশিরে দুখী অন্তরে তাই শুভেচ্ছা পাঠাই,
দুঃসময়ে কবিকথা তাপদাহে বৃষ্টি শ্রান্তিহীন-
তাই মৃত্যুদিনই হোক বিদ্রোহী তোমার জন্মদিন!০১
বঙ্গজননী দরিদ্র এমনি আশ্রয় পাওনি মহান
সাত সাগরের জলেও বুকে ছিলে পিপাসিত
তুব আজ এসে দুঃখ-হতাশে দাও আলোর সন্ধান
গ্লানি-পরাজয়, ধ্বংস-অবক্ষয় হোক তিরোহিত,
জলে-যৌবনে পুষ্পিত অঙ্গনে বাংলা থাক স্বাধীন-
মৃত্যুদিনই হোক বিদ্রোহী তোমার জন্মদিন!০২
দুর্বার গতির কত অনাকাংখিত বঞ্চনায়
মৃত্যুর মিছিলে কাঁদে কেউ নিজভূমে অবরুদ্ধ
স্বাধীন সুর ভুলেছে কেউ দৈন্য-দুর্দশায়
যন্ত্রসভ্য অহর্নিশি তাই চলছেই গৃহযুদ্ধ,
কিষাণির উঠোনে অনন্য নবান্ন হয়েছে বিলীন-
মৃত্যুদিনই হোক বিদ্রোহী তোমার জন্মদিন!০৩
সেদিন মৈত্রীবন্ধনে অসাম্প্রদায়িক বাণী
এনেছিলে সাম্যের সুরে মিলন জাগানী গান
সুন্দর পথে তোমায় আজো খোঁজে সত্যসন্ধানী
আজো মৃত্যুক্ষুধায় সুধা চায় রত্মগর্ভা প্রাণ,
তারাফুলে প্রিয়ার খোঁপা সাজতে চায় সৌখিন-
মৃত্যুদিনই হোক বিদ্রোহী তোমার জন্মদিন!০৪
হে কবিতার বুলবুল, দিগন্ত জাগ্রত করো অতুল
কলম-সৈনিকের অগ্নি-উন্মাদনায় হাসাও জোছনা
দুধেল গাভীর স্তনে সর্প-সন্ত্রাস করো নির্মূল
গ্রাম নগরীর বিক্ষত শরীর মুক্ত হোক যন্ত্রণা,
রুদ্রসত্বার রক্তকাণিকার দ্রোহ ছড়াও নবীন-
মৃত্যুদিনই হোক বিদ্রোহী তোমার জন্মদিন!০৫