এ জীবনের ঢেউ না বুঝুক কেউ
তবু বোঝে মৃত্যুর আগমনী,
নারী-পুরুষ সবাই জানে রক্ষা নাই
মৃত্যু আসবেই যখন তখনি!০১
কেউ বা মহৎ কেউ বা অসৎ
কিছু কিছু তার মানুষ বোঝে,
কিন্তু কোথায় কখন আসবেই মরণ
সারাজীবন মানুষ তা কাটায় খুঁজে!০২
মৃত্যু সবখানে আসতে পারে জানে
তবু সভয়ে মৃত্যুকে এড়িয়ে চলে,
মুমূর্ষুও শয্যায় দীর্ঘায়ূ শুধু চায়
বাঁচতেও চায় দীর্ঘদিন হেসে খেলে!০৩
মানুষের সমাজে যুদ্ধের কড়াসাজে
কেউ কেউ মৃত্যুকে করে না ভয়,
সত্যনিষ্ঠ জীবন হেলায় করে বর্জন
পাশাবিক কাজে দেয় হিংস্র পরিচয়!০৪
সব প্রাণীর প্রাণ শঙ্কিত অফুরান
কারন মৃত্যু নেবেই নিজ নিকেতনে,
প্রতিপত্তি বৈভব জীবনের উৎসব
সবই নিশ্চিত কাঁদেও শেষ লগনে!০৫
প্রাণী যদিও সচেতন জানে না মৃত্যুর আগমন
চিরদিন তা অতর্কিতে আসে জানি,
তাই প্রভুকে স্মরণ করো অনুক্ষণ
জীবন-দর্পনে ফোটে কবির বাণী!০৬