বনের হিংস্র পশু হিংস্র জীবন কাটায়
আর মানুষ বসবাস করে তার সভ্য সমাজে,
কিন্তু এ সভ্য সমাজেও এমন মানুষ রয়েছে
যারা পশুর চেয়েও হিংস্র কথায় ও কাজে!
বনের হিংস্রতা কেবল বনেই শোভা পায়
সভ্য সমাজে যা মোটেও শোভে না,
মানুষের পাশবিকতায় হিংস্রেরাও বড়ই ক্ষুব্ধ
শ্রেষ্ঠ জীবের শ্রেষ্ঠত্ব যেখানে টেকে না!
মানুষের জীবনটা সাধনার কিন্তু ক্ষণস্থায়ী
মানবিক সাধনায় তবু তা সফল করতে হয়,
আজকের জীবনটা কালকেই থেমে যেতে পারে
তাই প্রতি মূহুর্তে দেওয়া চাই “মানুষ” পরিচয়!
পৃথিবীতে এ জীবনটা তাই বড়ই অর্থপূর্ণ
যার গুরুত্ব বেশী মনুষত্ব বিকাশে,
ফুলের মধুর মতই তা তিলে তিলে সঞ্চিত
সঞ্চিত মাধুর্যেই মানবাত্মার প্রকাশ জীবনের পরবাসে!
সংসারের সংকট শ্রমে ও ভালবাসায় কাটিয়ে ওঠে-
ঘরে ঘরে সবখানে যত সুধামুখী ললনা,
বহুকষ্টে ললনার মহত্বে ফোটাতে হবে অন্তঃস্থ গুণাবলী
তাহলেই নিশ্চিত স্বার্থক হবে মনুষত্বের সাধনা!