মনুষ্যত্বের ভাষায় যা অনাকাঙ্খিত ও অমানবিক
চলমান বিনষ্টকালে তাই ভয়ানক বাস্তব,
ফুলের হাসিতে রক্তের কটাক্ষ বিনয়ী সাংঘাতিক
নন্দিতার গ্রীবায় দুষ্ট কীটও অন্তরঙ্গ বান্ধব!
পাশবিক বৃত্তি জেগেছে সর্বত্র চিত্তের বৈকল্যে
মনুষ্যত্বের বিপর্যয় বাড়ায় অনাহুত জঞ্জাল,
মানবিক গুলাবলী ঢাকে দানবিক সাফল্যে
মানুষের চিকিৎসায় তাই চাই মনুষ্যত্বের হাসপাতাল!
হাসপাতাল সর্বত্র আছে দেহ ও মনের চিকিৎসায়
কিন্তু বিপর্যস্ত মানবতার চিকিৎসা কোথায় হবে?
মানুষ অনেকেই হয়েছে অমানুষ পাশবিক হিংস্রতায়
যাদের অন্তঃস্থ চিকিৎসা দরকার ঘটমান বাস্তবে!
নরকঙ্কালে গ’ড়ে ওঠে কি কখনো সুরম্য ভবনের ভিত্তি-
আবর্জনা-ক্লিষ্ট-চিত্তে হয় কি মানবিক জাগরণ?
মাতৃদুগ্ধে তাই ধুয়ে নিতে হবে পাশবিক বৃত্তি
অমানুষের চিকিৎসায় প্রয়োজন-মনুষ্যত্বের উদ্বোধন!
সমৃদ্ধ বিবেক ও সৃজনশীল বই-বসন্ত চিরস্থায়ী
সঙ্গে মহামানবের উচ্চারিত যত শাশ্বত বাণী-
হবেই প্রস্তাবিত হাসপাতালের মহৌষধ ফলদায়ী
গ’ড়বে যা সার্বজনীন সূস্থ্য মনুষ্যত্ব-বিশ্বও হাসবে জানি!