গোলাপ তুলতে কাঁটা বেঁধে গায়
জীবনে রক্তও ঝরে সামনে চলায়
দুর্বার ঝড়ে ওঠে মেঘ গর্জন-
তবুও থেমে থেকোনা আমারই মন!
এক পায়ে হেঁটে চলে পঙ্গু মানুষ
পথের বাঁকেও সে হয় না বেহুঁশ
ক্ষয়-পরাজয়েও যোদ্ধার জীবন যাপন-
তাইতো থেমে থেকোনা আমারই মন!
অট্টালিকার পাশেই কোন ডাস্টবিনে
খাদ্যগন্ধে কেউ কেউ যায় রাত্রি দিনে
কারো উচ্ছিষ্টে তাদের চলেও জীবন-
তাইতো থেমে থেকোনা আমারই মন!
পতিতা বিধবা অথবা ধর্ষিতা
সামাজিক সুখ-সুবিধা তারা বঞ্চিতা
কৃষক-শ্রমিকের ঘাম ঝরে অচেতন-
তাইতো থেমে থেকোনা আমারই মন!
কবি-শিল্পীরা বিষয় বুদ্ধিহীন
বিজ্ঞানী-দার্শনিক বোঝে না রাত্রিদিন
সবার সুখে ঝরে মায়ের অশ্রু গোপন-
তাইতো থেমে থেকোনা আমারই মন!
বয়স তো বাড়ে না, বরং তা যায় কমে
মৃত্যুচিন্তাও মনে জাগে ক্রমে ক্রমে
তাই বিশ্বপ্রভূতে চাই আত্মনিবেদন-
মিছে সময় আর কাটিওনা আমারই মন!