সহজ মানুষকে জানতে হবে
সেতো মহাজন,
মনের মণিকোঠায় চাই তাকে
হাতে প্রেমধন!০১
অবুঝ মনকে বশ প্রয়োজন
সে রাজাধিরাজ,
সবশে সে গড়ে শুভ সাবলীল
মানব সমাজ!০২
স্বভাব বিজয়ে অভাব পালায়
লাগেও পুলক,
কুভাব বিনাশে জাগে চারিদিক
বিজয় ঘোষক!০৩
সবে ভালবাসে মনের মানুষ
নিজ প্রয়োজনে,
মন পাখা মেলে সুনীল আকাশে
মুগ্ধ সৃজনে!০৪
সুন্দর প্রাণে চাই সে মানুষ
গুণী ও সরল,
ক্ষণিক জীবন হবেই ধন্য,
সূস্থ্য সফল!০৫