অনন্ত নিসর্গের নৈঃশব্দে মহাব্যাপ্ত
হে মহাবিশ্ব
অনিন্দ্য দৃশ্য-
সতত ফোটাও মহাপ্রাণ অসীমে জাগ্রত!০১
আমি কীটানুকীট তোমায় জিজ্ঞাসা করিঃ
বিনিদ্র এক প্রশ্ন
কেন তুমি কৃতঘ্ন-
হলে আজন্ম মহাসাম্যের পতাকা তুলে ধরি?০২
আজন্ম যারা বাড়িয়েছে তোমার গৌরব-সম্মান
সমুন্নত করেছে শির
আর ঐশী শক্তির-
মহাদূত যারা গেয়েছে স্রষ্টার অবিনাশী জয়গান!০৩
তোমার কোলে জন্মেও তারা কেন কোল হারা?
এমন সূর্য সন্তান
কাল কাটিয়েছে ম্রিয়মান
আজীবন আত্মনিবেদনে বহিয়েছে সুধা ধারা!০৪
অমৃতের বাণী প্রচারে তারা আমৃত্য শ্রান্তিহীন
তবু পেয়েছে অবহেলা
নির্মম জীবন বেলা-
কেটেছে তাদের তোমার ছায়ায় নির্জীব পরাধীন!০৫
কেন এ অকৃতজ্ঞতা তোমার নিরাপদ কোলে?
দুগ্ধ মন্থনে বিষ ওঠে কি নবনীর ভোলে??০৬