চলমান এ মিথ্যা ও প্রতারনার যুগে-
কেউ শুনতে চায় না সত্য ও নীতি কথা,
সত্য নিষ্ঠা তাইতো ডোবে দুর্নীতির পরাভোগে
তবু কোবিদ প্রাণ করে আত্মদান-চায় ও উন্নীত মাথা!০১

জন্মের শ্রেষ্ঠত্ব ভুলে গেছে গরিষ্ঠ মানুষ
তাই শোকার্ত নারীর মত নদীরা বহমান,
মনুষ্যত্ব ঢেকে প্রায়ই জাগ্রত নকল ফানুস
পাখীর কন্ঠে ও তাই কমই ফোটে আনন্দ-গান!০২

সুস্বাদু খাবার ও বিস্বাদ রোগাক্রান্ত মুখে
মিথ্যার বেসাতি বসিয়েছে “কাণার হাট-বাজার”,
বিবেকহীন বিবেকবান প্রায়ই চলে অন্ধ চোখে
পাশবিক জীবনবোধে গরিষ্ঠেই তো একাকার!০৩

সুকুমার বৃত্তি মুছে জেগেছে মনুষ্যত্বহীনতা
দানবিক হিংস্রতা প্রায় সর্বত্রই প্রকটিত,
দুর্লভ মানব জীবন গ্রাসে অবাঞ্ছিত কপটতা
বন্যের দৈন্যে তা আজ জঘণ্য প্রমানিত!০৪

সত্যের মঞ্চে প্রায়ই মিথ্যা ফুটে ওঠে
নেপথ্য নায়িকার মত সত্য চায় নির্বাসন,
সুধার থালায় প্রায় সর্বত্রই গরল জোটে
রৌদ্র মিছিলে কবে আর ফুটবে সত্যনিষ্ঠ উচ্চারণ?০৫