পকেটের পয়সায় অনেকেই মিথ্যা কেনে
যাচিত সত্য তারা কমই করে গ্রহণ,
ফুলের সুবাস সে কমই নেয় আস্বাদ্য জেনে
শ্রান্তির ঘামে তাই সে করে মিথ্যার অন্বেষণ!০১

সত্য হলো সুন্দর সাধনার প্রাপ্তি
মিথ্যা এমনিতেই এসে রক্তে মেশে,
সত্যের অকাম্য মৃত্যুতে অনেকেই দেখে প্রগতি
ফলে আঁধারে হারায় পথিক দিনের শেষে!০২

রমণীর সৌন্দর্যে সত্য অনিন্দ্য শোভে
দীপ্যমান সূর্য সেখানে জ্যোতি ছড়ায়,
নবারুণের সত্যরাগে পশ্চিমাকাশে সূর্য ডোবে
আর মিথ্যা সতত মিলায় মরু-মরীচিকায়!০৩

মিথ্যার অপাঘাতে পঙ্গু হতে চলেছে জীবন
সেবাদাসীর প্রাণান্ত সেবায় সত্য নিত্য নিটোলা,
সত্যসাধনায় কমই ফোটে প্রিয়ার মিতভাষণ
কোবিদপ্রাণ তবুও সত্যে আগুয়ান-আত্মাভোলা!০৪

অকাম্য কপটতা থাকে মিথ্যার সাম্রাজ্যে
সত্যহীন জীবন বিলীন নির্মম প্রহেলিকায়,
জীবনটা শ্রেষ্ঠ সেজে ওঠে সত্যের ঐশ্বর্যে
কাগজের ফুল ফোটে না ব্যাকুল কাকলীর আঙিনায়!০৫