জন্মদাতা নিজ সন্তানকে ভালবাসে
তার সর্বাঙ্গীন কল্যাণ চায়,
চাঁদের মত মা-বাবা থাকে ভাগ্যাকাশে
সকল দুঃখ-কষ্টেও তাদের রাখে স্নেহের ছায়ায়!০১
মায়ের নাড়িকাটা ধন সন্তান
নাড়ির সংযোগ তার মায়ের সঙ্গে,
শক্তির প্রয়োজনে বাবা থাকে বীর্যবান-
নিঃশেষে শক্তি যোগায় জীবনের আশাভঙ্গে!০২
চাঁদের জোছনা চাঁদ থেকে আলাদা নয়
দাহিকা শক্তি আগুনের জলন্ত প্রাণ,
শৈত্য বর্জনে জল নয়তো জীবনময়
আলোকরশ্মি সার্বক্ষণিক দেয় সূর্যের সন্ধান!০৩
শতবার কাটলেও রক্ত থাকেই অবিভক্ত
রক্তের টান পৃথিবীতে বড়ই অতুলনীয়,
মা-বাবার সাথে সন্তানের সংযোগ পাকাপোক্ত
মা-বাবা তাই সর্বদেশে সর্বযুগে পূজনীয়!০৪
মা-বাবার সেবা তাই সর্বোত্তম প্রার্থণা
নইলে পরমপ্রভূও তাকে করবেই বিদ্রুপ,
মা- বাবার ঋণ তাই অপরিশোধ্য কল্পনা
যাদের মুখায়বে ফোটে স্বর্গ অপরূপ!০৫