কবি নজরুলের মহান বাণীঃ
“হৃদয়ের চেয়ে বড় মন্দির-কাবা নাই,”
আমি মানুষকেই শ্রেষ্ঠ বলে মানি
রবিঠাকুরও মানুষকে সর্বোচ্চে দিয়েছেন ঠাঁই!০১
সৃষ্টির সুমহান প্রয়োজনে
কবি-মণীষীরা বিধাতার আশির্বাদ,
তারা সতত ব্যস্ত মানবিক জাগরণে
কারন-মানবিক অবনতি সমাজে ঘটায় প্রমাদ!০২
যার ফলে অমর্যাদায় যেমন-
মানবিক বিকাশ ঘটে না-
হয় না কারোই মহত্বের উদ্বোধন
তেমনি অমানুষও কিন্তু সুশীল সমাজে শোভে না!০৩
তাই সবার আগে চাই মানুষ পরিচয়
দেবো আর নেবো মানবাত্মার সঞ্চিত ধন,
মানুষের মাঝেই থাকে জয়-পরাজয়
যারা সৃষ্টিতে সৃষ্টি করে যায় সর্বক্ষণ!০৪
আসুন-মানুষকে তাই মানুষ ভাবি
আর মানুষও হই চিন্তায়, কাজে ও কথায়,
এটাই মানুষের কাছে জীববৈচিত্র্যের দাবী
স্রষ্টার ইচ্ছায় আজো পাখীরা বনে বনে ফুল ফোটায়!০৫