গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি
মূলমন্ত্র অনেক বলে যাই,
মানবিক বিকাশের চেতনাতন্ত্র
আদ্যপ্রান্ত কমই বলি ভাই।

সকল মতের শ্রেষ্ঠ বাণী
মানবিকতার বিকাশ,
সকল মন্ত্র বিশ্বাসতন্ত্র
এখানেই খুঁজে পায় মধুমাস।

বিত্ত ও প্রতিপত্তি আনে
পার্থিব প্রাচুর্য,
প্রেমসিক্ত মানসিকতা আনে
সৃজনী মাধুর্য।

তাই সকল তন্ত্রের শীর্ষে উঠুক
এই মতবাদ খানি,
সোনা-ফসলে মানুষ-বৃক্ষ
এতেই ভরবে জানি।