হিমাদ্রি কাঁপানো মহাদ্রোহী মহাবীর-
এসো কলম-সৈনিক সৃজনী-উল্লাসে
শান্ত করো ক্ষুব্ধ প্রাণ দেশজননীর
বন্ধ্যা সত্বাও প্রসূতি করো ইতিহাসে,
বিপর্যয় থামাও বাংলার বুলবুল-
মানব প্রেমিক এসো কবি নজরুল!০১
হও প্রখ্যাত শব্দ-শিল্পী দুর্জয়-প্রাণ
রক্ত-অশ্রু-ভ্রান্তি মোছ যুগের ললাটে
মুক্ত জীবনানন্দ তুমি ভাঙ্গো পাষাণ
মৃত্যুভয় ভেঙ্গে দাও জীবন-বিভ্রাটে,
বঞ্চনা-বৃন্তে ফোটাও বিপ্লবী মুকুল-
মানব প্রেমিক এসো কবি নজরুল!০২
এসো রণতুর্য্য আর হাতে বাঁকা বাঁশী
নীলকন্ঠ সেজে পান করো যত বিষ
সুধা যত দাও ওহে বিদ্রোহ-বিলাসী
শ্মশানে দুলুক শষ্যের স্বর্ণালী শীষ,
দিগন্তে ডাকে সমূদ্র বনানী ব্যাকুল-
মানব প্রেমিক এসো কবি নজরুল!০৩
সাহিত্যাঙ্গনে হও মুগ্ধ কবি-লেখক
নিজেকে ছাড়া কাউকে ক’রোনা কুর্ণিশ
সৃষ্টির মহানন্দে মাতো শ্রেষ্ঠ জনক
দগ্ধকুঞ্জে পাবে সব স্রষ্টার আশিস,
তোমায় বরণে বিশ্ব কাঙ্খিত অতুল-
মানব প্রেমিক এসো কবি নজরুল!০৪
সাহিত্য-সঙ্গীত গড়ে মানব-ঐতিহ্য
অকাল বৈধব্যে তুমি লাবণ্য ফেরাও
এবার বিলোও রাজকবির ঐশ্বর্য
আবারও রাজাকে জবানবন্দি দাও,
প্রেমিকার তুমি হও খোঁপারই ফুল-
মানব প্রেমিক এসো কবি নজরুল!০৫
সংস্কৃতি ও মানবিক সভ্যতা অভিন্ন
এবার রুখো তাই মানবিক পতন
দানবিক দুর্বৃত্তায়ন করো নিশ্চিহ্ন
গর্বিত মহত্বে মাতাও ভ্রষ্ট জীবন,
ভাঙ্গো যন্ত্রসভ্যতার ছোট বড় ভুল-
মানব প্রেমিক এসো কবি নজরুল!০৬