ক্লান্ত হলেও ক্ষান্ত নয়
অফুরন্ত পথে,
ব্যস্ত থেকেই মস্ত বিজয়
আনবো মনোরথে!০১
কান্নায় যদি বন্যাও নামে
থাকবো না ঘরে বসে,
মতির যদি গতিও থামে
যাবোই জমি চষে!০২
মানব জমিন দানব খাবে
হবে না কোনদিন,
রিক্ত হাতে মুক্ত ফলাবো
ফসল শংকাহীন!০৩
এমন জমি বড়ই দামী
সোনার ফসল চাই,
কখন মরণ পাঠাবে শমণ
কারোই জানা নাই!০৪
নিজের ক্ষেত্রে দিনে রাতে
খাটতে হবে সবার,
নিজে খেয়ে সবাকে খাইয়ে
তবেই তো জমিদার!০৫
আবাদ করলে সোনা ফলে
মানব জমিনে জানি,
করি সে আবাদ নেইতো বিবাদ
রাম প্রসাদের বাণী!০৬
দীর্ঘ খেটে সেই সে মাঠে
জীবনটা চাই খাঁটি,
মুক্ত দিলে সবাই মিলে
নমি জন্ম-মাটি!০৭