আর একটিবার এসো মহাপ্রাণ
(এই) বাংলার জনারণ্যে,
এসো বনহংসী কি পল্লীবধুর
বিমুগ্ধ লাবণ্যে!০১
এসো দুর্জয় চিন্ময় নির্ভয়
ব্যাকুল চিত্তে ডাকে বঙ্গজননী,
এসো কলমী নির্ভীক যোদ্ধা
অসীম সংগ্রাম চায় এখনি!০২
এসো অনন্য সুরের সমূদ্র
গভীরে মুক্তো এনো সঙ্গে,
এসো রুদ্র বিদ্রোহের আঙিনায়
নূতন কবিকথা রচিত হোক বঙ্গে!০৩
এসো জনকল্যাণে রাজদ্রোহী
সত্য-সুন্দরের অবিনাশী পথিক,
মানবপ্রেমে আদিগন্ত ভাসাও
দৃষ্টিনন্দন গ্রামনগরী এগোক মানবিক!০৪
এসো এই বাংলার ঐশী দূত
দুঃখ-গ্লানি ভাসাও অমিয় জোয়ারে,
এসো মহাকবি জনতার ছবি
রুদ্ধ কুমারী অনিরুদ্ধ ডাকে তোমারে!০৫